সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার যুবকের মৃত্যু হয়েছে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-নিহাল পাল (২৬), জুবায়ের আহমদ সাব্বির (২৬), মেহেদী হাসান তামাল (২৫), সুমন আহমদ (২৫)। তারা সবাই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী জানান, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের বাংলাবাজার ২ নম্বর লক্ষ্মীপুর বায়তুল জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা চারজনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। তবে চার জনের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। নিহতরা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও কোনো পদপদবিতে ছিলেন না।