জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগিতায় এবছর জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ। ১৭ সেপ্টেম্বর বিকেলে এবছর জেলায় শ্রেষ্ঠদের ফলাফল ঘোষণা করা হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে।
এবছর জেলায় শ্রেষ্ঠ হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ১৬/০৮/২০০৩ সালে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চরহরিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৪/০২/২০০৪ সালে সদর উপজেলার বালুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে আসেন। ০১/০৬/২০০৯ সালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোঃ আব্দুল হামিদ। অদ্যবধি তিনি অত্যন্ত নিষ্ঠা, সততার সাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশে পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আসছেন। আগামী দিনে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ ২০২৩ ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।