1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও বিক্ষোভ- খুনীদের গ্রেফতার দাবী - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও বিক্ষোভ- খুনীদের গ্রেফতার দাবী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও বিক্ষোভ- খুনীদের গ্রেফতার দাবী

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার রাতে শহরের জেল রোডের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এসময় রাষ্ট্রপতি ও আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফেনীর শ্রাবণদের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান শিক্ষার্থীরা। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আজিজ, ওমর ফারুক শুভ, মো. সোহাগ, রাশেদ, আফ্রিনসহ কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেয়। উল্লেখ্য, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামীলীগের ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। এর আড়াই মাসের মাথায় গত ১৯ অক্টোবর দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘কোনো দালিলিক প্রমাণ’ তার কাছে নেই। এ নিয়ে সংবাদ সামনে আসার পরপরই দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আজিজ বলেন, রাষ্ট্রপতি আওয়ামীলীগের দালাল। তিনি আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফেনীর শ্রাবণদের খুনিরা এখনও বাহিরে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের রায় দ্রুত নিশ্চিত করার দাবিও জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!