গাইবান্ধা সার্কিট হাউজ হলরুমে পরিবেশ অধিদপ্তর রংপুরের আয়োজনে শব্দদূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক শ্রমিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রনে সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অলিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ও ডা: রবিউল পারভেজ প্রামানিক। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। প্রশিক্ষণে প্রায় শতাধিক চালক শ্রমিক অংশ নেয়।