1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
জয়পুরহাটে দোয়া মাহফিল এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় হুইপ স্বপন - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

জয়পুরহাটে দোয়া মাহফিল এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় হুইপ স্বপন

নিরেন দাস-জয়পুরহাট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১০ বার পঠিত

আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই

জয়পুরহাটে দোয়া মাহফিল এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় হুইপ স্বপন

জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘যেসব জাতির আন্তর্জাতিক ভূ-রাজনীতি নিয়ে আগ্রহ আছে, যারা সমগ্র বিশ্বে জ্ঞান, মানবতা ও অস্ত্র বিতরণ করতে চান তারা সমমর্যাদায় বন্ধুত্বের হাত বাড়ান, প্রভুত্বের রক্ত চক্ষু নয়।’ হুইপ স্বপন বলেন, আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই। আমাদের সমস্যা আমরা গোপন এজেন্ডা নিয়ে কাজ করতে আগ্রহী নই। কতিপয় পারসোনালি হেড ডাইভারটেড ক্ষমতালিপ্সু সিভিল এবং নতজানু জাতীয়তাবাদী পদলেহনকারী নারী-পুরুষ রাজনীতিবিদের মতো আপনাদের অফিসারদের কাছে দিনরাত হাজিরা দিতে পারবো না। এ পদলেহন আওয়ামীলীগের রক্তে নেই। শনিবার জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল ও কালাই উপজেলার পৃথক আটটি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন- আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। দিনব্যাপী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ্য এজেন্ডা জঙ্গিবাদমুক্ত সমাজ, মানবাধিকার সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার এবং ভোটাধিকার। গোপন এজেন্ডা কিছু থাকলে ভিন্ন কথা। আওয়ামীলীগ এবং বাংলাদেশও অভিন্ন বিষয়ে একই মতবাদ ব্যক্ত করে। এটি আজ প্রমাণিত সত্য। তিনি আরও বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কারো সঙ্গে বৈরিতা নয়। যে কেউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাইলে অতিথিপরায়ণ বাঙালির দরজা সর্বদা খোলা আছে। কিন্তু ভালো বন্ধু হোন, প্রভু নয়। মনে রাখবেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালির প্রভু হওয়ার অলীক আকাঙ্ক্ষা পরিত্যাগ করুন। দিনব্যাপী অনুষ্ঠিত এসব পৃথক সভায় আরও বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত বন্যা, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া সুলতানা,আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়পুরহাট চেম্বার সভাপতি আলহাজ্ব আহসান কবীর এপ্লব, জেলা আওয়ামী লীগ নেতা এ বি এম মাসুদ রেজা প্রমুখসহ আরো অনেকেই। এর আগে শনিবার দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ হলরুমে ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের জন্য ২ শত ৯৩ টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৬৯ লাখ টাকা সহ সর্বমোট ২ কোটি ৮ লক্ষ ৬০ হাজার ৮ শত ৩৩ টাকার বরাদ্দ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে বরাদ্দ পত্র গুলো বিতরণ করেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!