1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
পৌরসভা পরিচালনায় বাঁধার প্রতিবাদে পলাশবাড়ী পৌরসভায় সংবাদ সম্মেলন - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

পৌরসভা পরিচালনায় বাঁধার প্রতিবাদে পলাশবাড়ী পৌরসভায় সংবাদ সম্মেলন

♦ গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৮৬ বার পঠিত

পৌরসভা পরিচালনায় বাঁধার প্রতিবাদে পলাশবাড়ী পৌরসভায় সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার টোল আদায়কালে দুজনকে পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পলাশবাড়ী পৌরসভা। বুধবার সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পলাশবাড়ী পৌরসভা সকল প্রকার বিধি-বিধান মেনে পরিচালনা করে আসছি। পৌরসভা তার নিজস্ব আয় দিয়ে চলে। উল্লিখিত রাজস্ব আদায়ের খাতের মধ্যে পৌর এলাকার মধ্যে চলাচলরত সিএনজি, অটো টেম্পু, ভটভটি, ট্রলি ইত্যাদির টোল আদায়ের জন্য ২০২২ সালের ৬ এপ্রিল তারিখে অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে ইজারা প্রদান করা হয়। কিন্তু টোল আদায় করতে গিয়ে ইজারাদাররা থানা পুলিশ কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। এমনকি গত ঈদুল ফিতরের কয়েকদিন আগে এবং২০২২ সালের ২৪ মে দুজন আদায়কারীকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়াও ২০২১ সালের মে মাসে পরীক্ষামূলক টোল আদায়ের জন্য নিয়োজিত ৩জন কর্মীকে আটক করে চাঁদাবাজি মামলায় আদালতে সোপর্দ করে। এমতাবস্থায় পৌরসভার রাজস্ব আদায় ও পৌরসভা পরিচালনায় চরম বাঁধার সম্মুখীন হচ্ছি। অথচ, পৌরসভা করআরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা, ২০১৩ এর ৫০ ধারায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে, টোল আদায়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে প্রয়োজনে পুলিশ কর্মকর্তার সহায়তা গ্রহন করা যাবে। কিন্তু দুঃখের বিষয় পলাশবাড়ী থানা পুলিশ উল্টো বাধা প্রদান করছে। এমনকি, পৌরসভা আইন, ২০০৯ এর ১১৩ ধারায় প্রত্যেক পৌরসভা এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে, পৌরসভা বিধিবিধান বাস্তবায়নে সহায়তা প্রদানের জন্য। সংবাদ সম্মেলনের মাধ্যমে এঘটনার তীব্র নিন্দাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!