ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস চলতে চলতে হঠাৎ আগুন ধরে যায়। তবে এতে ওই বাসে থাকা ১৬ জন যাত্রীসহ স্টাফদের কেউই হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটক এলাকা অতিক্রমের সময় বাসটি অগ্নিকাণ্ড ঘটে। গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি গোলাম রসুল মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির পেছনের অংশে আগুন ধরে যায়। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এসময় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও রাত সোয়া ১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ওসি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।