1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

দর্পণ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

বরিশালের বাবুগঞ্জে থ্রি-হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে চালকসহ ছয় জন। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থ্রি-হুইলারটির যাত্রীরা পিরোজপুরের ছারছীনার মাহফিলে যাচ্ছিলেন। নিহত মো. ছায়েদুর রহমান (৭৫) মাদারীপুরের কালকিনি উপজেলার কয়দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি একই উপজেলার দক্ষিণ রামারপোল এলাকার আবুল হোসেন আকনের ছেলে। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী ছিলেন। বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, বুধবার জোহরের নামাজের পর পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেয়ার উদ্দেশ্যে আট জন গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ডিজেলচালিত থ্রি-হুইলারে রওনা দেন। পথে নতুন হাট এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে থ্রি-হুইলারটি রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছড়ে পড়ে। এতে চালক-যাত্রী সকলেই কমবেশি আহত হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আর তিনজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ছায়েদুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টিম লিডার আরও জানান, নিহতের লাশ উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফের কাছে হস্তান্তর করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, থ্রি-হুইলার দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!