শিবগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হরিনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান এডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রাণীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, নারী নেত্রী নূরজাহান বেগমসহ অন্যরা। প্রধান শিক্ষক ওবাইদুল হকের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় আওয়ামীলীগ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয় এবং ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।