1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে কৃষকের উপর দুর্বৃত্তদের হামলা - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

শিবগঞ্জে কৃষকের উপর দুর্বৃত্তদের হামলা

♦ শিবগঞ্জ প্রতিনিধি 
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৮৮ বার পঠিত

শিবগঞ্জে কৃষকের উপর দুর্বৃত্তদের হামলা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন এর পারদিলালপুর নয়রশিয়া গ্রামের বর্গাচাষী মোহবুল হক দিলালপুর মৌজার আরএস ১০২০ নং এর ৭০১৯ হাল দাগের ৬১ শতক এর মধ্যে ৩৩ শতক ও ১৩৪২ আরএস খতিয়ান এর ৭০২০ হাল দাগের ৬০ শতক এর মধ্যে ৩৩ শতাংশ মোট ৬৬ শতাংশ তফসিল ভূক্ত তার বর্গাকৃত জমিতে ধান চাষ করে। উক্ত জমির ধান কেটে বাড়ি আনার উদ্দেশ্যে ১৬ই মে’২২ সকালে ধান কাটার সময় একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ জাহিদুল (৩০), মৃত আবু সুফিয়ানের ছেলে মোঃ লালু (২৮), ইব্রাহিমের ছেলে মোঃ সেলিম(২২), মেসের আলীর ছেলে মোঃ আতিক(২০), মৃত ওসমান আলীর ছেলে মোঃ তোবজুল(৪২), এনামুলের ছেলে মোঃ আলিম(২২), মৃত ইসুমাহাম্মাদ এর ছেলে মোঃ মেসের আলীর(৫০), মৃত আবু সুফিয়ান এর ছেলে মোঃ লতিফ(৪০) সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রসহ মহবুলের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় মহবুল হকের স্ত্রী রুমেলা বেগম ২ মেয়ে রোজিনা খাতুন ও আইরিন খাতুন বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ প্রায় প্রায় দেড় লক্ষ টাকার ধান ও জিনিষপত্র ছিনতাই করে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে মোহবুল হক। তাহার মামলা নং ৩৭১ সি/২০২২(শিবঃ)। এব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানায়, মোহবুলের ছেলের কাছে পাওনা টাকা আদায় করতে এমনিতেই আমরা ছুটাছুটি করে বেড়াচ্ছি। ধান কাটা বা মারপিটের বিষয়টি অস্বীকার করে তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!