চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কিশোরকে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম (১৬)। ২৬ আগস্ট সোমবার রাতে আদিনা ফজলুল হক সরকারী কলেজ মোড়ের উত্তরে রাস্তার পাশে এঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল করিম(১৬) গত সোমবার (২৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে এলাকার মানুষ রাস্তার পাশে লাশ দেখতে পেলে ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, লাশের শরীরের একাধিক স্থানে জখমের দাগ আছে।