চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক চোরকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করে স্থানীয় জনতা। উত্তম মাধ্যমের পর চোরটিকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯টার সময় নাচোল মধ্যবাজারে। আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার চারঘাট থানার কালাবিপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০)। জানা গেছে, শরিফুল মধ্যবাজারে একটি মোটরসাইকেল নিয়ে স্টেশন রোডের দিকে দ্রুতগতিতে পালাতে থাকে। মোটরসাইকেলযোগে তাকে ধাওয়া করে স্টেশন থেকে ধরে নিয়ে আসেন স্থানীয়রা। মামলা দায়েরের পর শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান।