অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাসহ মামলার অন্য ধারায় আরো ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শীর্ষ অস্ত্র ব্যবসায়ী জাহিরুল র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে গ্রেফতার হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিরুল ইসলাম (৩৮), জেলার গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর চৌডালা গ্রামের মোঃ সাদিকুল ইসলাম @ কুলু’র ছেলে। র্যাব এক প্রেসনোটে জানায়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিরুল ইসলাম কে গ্রেফতার করে। উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গত ০১ জুন ২০২২ ইং সালের অস্ত্র বহনের সময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ আলাদত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং মামলার অন্য ধারায় আরো সাত বছরের কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।