হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা সংলগ্ন আমবাগানে এক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন গোমস্তাপুর বালুগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক ডক্টর মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন চককীর্তি স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা শাহ আলম ও মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খাদিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা আবুজার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও জন হিতৈষী অধ্যাপক লতিফুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হামজা, খুলনার মাওলানা রবিউল ইসলাম, চুয়াডাঙ্গার মাওলানা হুসাইন মাহফুজ।