চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সুপারস্টার গ্রুপ কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক ও ইলেক্ট্রিশিয়ান দক্ষতা উন্নয়নে ওয়ার্কশপ হয়েছে। সোমবার সকালে পর্যটন মোটেল সোনামসজিদ জোনে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়নে ট্রেনারদের মাধ্যমে অফিস, মিল-কারখানা ও বাসাবাড়িসহ বিভিন্ন ইলেকট্রিক ব্যবহৃত সরঞ্জামের বাস্তব ধারণার দিয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন রসায়ন শিল্প মন্ত্রণালয়ের এ্যাসিসট্যান্ট সাব-ইন্জিনিয়ার জিয়াউর রহমান। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন সুপার স্টার গ্রুপ লিঃ এর ফোর্স চ্যানেলের বিজনেস হেড এ.এস.এম হাসান নাসির, এম.বি.ডি’র সিনিয়র ম্যানেজার শাকিল রাইহান, পাওয়ার চ্যানেলের এ্যাসিসট্যান্ট সেলস ম্যানেজার রাজু আহম্মেদ, ডিলাক্স চ্যানেলের ডিএসএম আওরংগজেব মন্ডল, ফোর্স চ্যানেলের ডিএসএম ফুয়াদ হোসেনশিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিমসহ সকল চ্যানেলের আরএসএম, টিএসএম এবং ফিল্ড অফিসাররা। উল্লেখ্য, সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলার ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। পরে সুপারস্টার গ্রুপ থেকে সনদ, ব্যাগ, সরঞ্জাম ও টি-শার্ট বিতরণ করা হয়। সকল ইলেকট্রিশিয়াদের মধ্যে র্যাফেল-ড্র এর মাধ্যমে বিজয় অর্জনকারী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।