উপ-আঞ্চলিক স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতিরি উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দাবা, সাঁতার ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. বিশ^জিৎ ব্যানার্জী। প্রতিযোগিতায় কাবাডি ছাত্র বিভাগে রাজশাহীর আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয় ও ছাত্রী বিভাগে নওগাঁ জেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। দাবা বড় বালকে বগুড়া জেলা স্কুলের রুদ্র অবিজিৎ সাহা, মধ্যম বালকে নাটোর জেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালযের রাতুল গাজী, বালিকা বড় বিভাগে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের জাকিয়া জামান মিম। মধ্যম বালিকা বিভাগে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আসফিয়া তাবাসুম আনিকা ১ম স্থান অর্জন করে। ১০০ মিঃ সাঁতারে পাবনার গোপালচন্দ্র ইনুষ্টেট একাডেমরি আসিক, ২০০ মিঃ সাঁতারে পাবনার রাধানগর মজুমদার একাপমেী স্কুল এন্ড কলেজের মোঃ কামারুজ্জামান, ১০০মিঃ চিৎ সাঁতারে বগুড়ার এসওএসও হারমান মেইনার স্কুল এন্ড কলেজের আব্দুল্লাহ আল মাহি, ১০০ মিঃ প্রজাপতিতে পাবনার আসিক ১ম স্থান অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডেৃও চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ অলীউল আলম। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী বিদ্যালয় পরিদর্শিকা মোহাম্মদ সেবগাতুল্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও সচিব প্রফেসর মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।