1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
অবসরপ্রাপ্ত বিচারপতি ভাষা সৈনিক কাজী এবাদুল হক আর নেই - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত বিচারপতি ভাষা সৈনিক কাজী এবাদুল হক আর নেই

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১২৯ বার পঠিত

অবসরপ্রাপ্ত বিচারপতি ভাষা সৈনিক কাজী এবাদুল হক আর নেই

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, ভাষা সৈনিক কাজী এবাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন) রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন। বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি বিচারপতি কাজী এবাদুল হকের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কাজী এবাদুল হকের জন্ম ১৯৩৬ সালের ১ জানুয়ারি, ফেনী জেলায়। ফেনী শহরে ভাষা আন্দোলনকে সংগঠিত করতে তার অগ্রণী ভূমিকা ছিল। ১৯৫৪ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়ে ফেনীতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এবাদুল হক। পরে ঢাকায় এসে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৬ সালে হাই কোর্টে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯০ সালে বিচারক হিসেবে হাই কোর্টে যোগ দেওয়া বিচারপতি কাজী এবাদুল হক বাংলা ভাষায় রায় লিখে নজির সৃষ্টি করেন। হাই কোর্ট বিভাগে ১০ বছর দায়িত্ব পালনের পর আপিল বিভাগেও তিনি এক বছর বিচারিক দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি সর্বোচ্চ আদালত থেকে অবসরে যান। সাবেক এই বিচারপতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে ‘গৌরবোজ্জল ও প্রশংসনীয়’ অবদানের জন্য সরকার ২০১৬ সালে এই ভাষা সৈনিককে একুশে পদক প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!