1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
মেডিকেল পরিক্ষায় দেশে ছেলেদের মধ্যে প্রথম চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাহ - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

মেডিকেল পরিক্ষায় দেশে ছেলেদের মধ্যে প্রথম চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাহ

♦ চাঁপাইনাববগঞ্জ প্রতিনিধি 
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৯৫ বার পঠিত

মেডিকেল পরিক্ষায় দেশে ছেলেদের মধ্যে প্রথম চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাহ

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দ্ল্লুাহ। সে সারাদেশে মেডিকেলের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তির সুযোগ পেয়েছে আব্দ্ল্লুাহ। আব্দুল্লাহর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুরের ব্যাঙ-ডুবিপাড়া মহল্লার বাসিন্দা। সে মইদুল ইসলামের একমাত্র ছেলে। তার বাবা মইদুল নামোশংকরবাটি ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব। গত মঙ্গলবার (৫ এপ্রিল) মেডিকেলের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়। ওই পরিক্ষার প্রকাশিত ফলাফলে আব্দুল্লাহ লিখিত পরীক্ষায় ৯১ দশমিক ৫ নম্বর পেয়ে সারাদেশে ছেলেদের মধ্যে প্রথম স্থান দখল করেছে। সব মিলিয়ে সে ২৯১ দশমিক ৫ নাম্বার পেয়েছে।মেডিকেল পরীক্ষায় তার রোল নং ছিলো ৩৩০৯৮৭৪। সে রাজশাহীর মডেল স্কুল এ্যান্ড কলেজে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। আব্দুল্লাহর বাবা মইদুল জানান, আমার ছেলে আব্দুল্লাহ ছোট থেকেই পড়া লিখার উপর ঝোঁক ছিল। নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু। এ প্রাইমারি স্কুল থেকে সে পিএসসি পাস করেন। ভালো ফলাফলের জন্য এ পরিক্ষিায় সে ট্যালেন্টপুলে বিত্তি পেয়েছিল। হাইস্কুলে পড়ার জন্য জেলার নাম করা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ভর্তি পরিক্ষা দেয়। ভর্তি পরিক্ষায় টিকে এখানেও পড়াড় সুযোগ পায় আমার ছেলে আব্দুল্লাহ। এ হাইস্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। জেএসসি ও এসএসসিতে পরিক্ষাতে ভালো ফলাফল করায় আব্দুল্লাহ ট্যালেন্টপুলে বিত্তি পেয়েছিল। তার বাবা আরও বলেন, রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষাতে ও জিপিএ-৫ পাস করে। এ পরিক্ষাতে ট্যালেন্টপুলে বৃত্তি না পেলেও সাধারনে বৃত্তি পায় আব্দুল্লাহ। ডাক্তার হবার ইচ্ছায় মেডিকেলে পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে আব্দুল্লাহ। প্রস্তুতিকে আরও জোরদার করতে রাজশাহীর তিনটি কোচিং সেন্টারের মডেল টেস্ট আর প্রশ্ন ব্যাংকের সহযোগিতা নিয়ে মেডিকেল পরীক্ষায় অংশ নেয়। আল্লাহর ইচ্ছায় আমার ছেলে ঢামেকে পড়ার সুযোগ পেয়েছে। আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে এমনটা প্রত্যাশা। আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেছে, কিছু পাইতে চাইলে কিছু ত্যাগ করতে হবে। সেটা হতে পারে ঘুম, আরাম। ৩ মাস ধরে ফেসবুকে আসিনি। এফবি একাউন্ট deactivate ছিলো। গত ৩ মাস ধরে আমার মোবাইলের wallpaper ছিল,Your Lack Of Dedication is an Insult to Those Who Believe in You. আব্দুল্লাহ সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে, ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি। প্রসঙ্গত, এবারের এমবিবিএস পরীক্ষায় ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন আব্দুল্লাহ। সে পেয়েছে ৯১.৫ নম্বার। এ পরিক্ষায় মোট পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। তার মধ্যে ছেলে শিক্ষার্থী ৩৪ হাজার ৮৩৩ জন। ছেলেদের পাশের হার শতকরা ৪৩.৯১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

One thought on "মেডিকেল পরিক্ষায় দেশে ছেলেদের মধ্যে প্রথম চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাহ"

  1. Mahbub Hossain says:

    আলহামদুলিল্লাহ।
    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
    নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ নিয়ে জীবন কে সার্থক ও সুন্দর করে সাজিয়ে তুলুন এ প্রত্যাশায়,,,,,,

    দোয়া রইলো
    ছোট্ট নানু ভাই।
    মুকুল।
    ০৮.০৪.২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!