মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে পৃথ অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর আনুমানিক রাত সোয়া ৩টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
যার মূল্য-৩৬ হাজার টাকা। এছাড়া, ১ সেপ্টেম্বর আনুমানিক রাত আড়াইটার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঊনিশ বিঘা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার মূল্য-৩৯ হাজার ২’শ টাকা। উদ্ধার হওয়া মদ ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।