ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন। ইউনিয়ন পরিষদে কঠোর নজরদারিতে আনতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা ইউপি ভবনের সব দিকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন। তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করণ এ উদ্যোগের প্রসংশা করছেন অনেকেই। ইউনিয়ান পরিষদে সেবা গ্রহীতা কামাল হোসেন জানান, নিরাপক্তার জন্যে এটি একটি মহৎ উদ্যোগ। অপরাধী চিহ্নিত করার পাশাপাশি অপরাধ প্রবণতাও হ্রাস পাবে এতে। আব্দুল খালেক জানান, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজার এটি প্রসংশনীয় উদ্যোগ। মানুষের নিরাপত্তা বেড়েছে এতে। মানুষ এখন নিশ্চিন্তায় চলাচল করতে পারবে। অপরাধীরা ভয় পাবে। এ উদ্যোগের একই প্রসংশা করলেন দাইপুখুরিয়া ইউনিয়ন সমাজ সেবীও রাজনৈতিক ব্যক্তিরাসহ অনেকেই। দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, জনগণের নিরাপত্তা দিতে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। কেউ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোরভাবে দমন করবে। তারই ফলশ্রুতিতে ক্লাজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ। তিনি আরো বলেন, অত্যাধুনিক ইন্টারনেট ভিত্তিক ক্যামেরায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।