চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় তুলার গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আতাউর রহমান। তবে, ফায়ার সার্ভিসের দাবী প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে। তুলার গোডাউনের মালিক আতাউর রহমানের ছেলে সুমন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সকাল ৮টা ৪০মিনিটে ঘটনাস্থলে এসে দুইঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। সুমন জানায় অগ্নিকাণ্ডে ১০লাখ টাকা মূল্যের ৯০ হাজার কেজি তুলা, সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২টা জুট মেশিন (তুলা ধুনা মেশিন) ৪ লাখ ৮০হাজার টাকা মূল্যের ৮০ বান্ডিল টিন, ৪৫হাজার টাকা মূল্যের বিদ্যুতের মিটার, আড়াই লাখ টাকা মূল্যের ২’শ গজ বিদ্যুতের তার ও প্রায় ৫০হাজার টাকা মূল্যের বাঁশসহ আরো অনেক কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।