1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
লালপুরে ইউপি চেয়ারম্যান রনজুর বিরুদ্ধে মেম্বারদের সংবাদ সম্মেলন - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

লালপুরে ইউপি চেয়ারম্যান রনজুর বিরুদ্ধে মেম্বারদের সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৩২ বার পঠিত

লালপুরে ইউপি চেয়ারম্যান রনজুর বিরুদ্ধে মেম্বারদের সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুর নানা অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন খোদ ওই ইউনিয়নের মেম্বাররা। সকালে ইউনিয়নের একটি স্কুলে পরিষদের পুরুষ ও নারী সদস্যরা তাদের বক্তব্যে চেয়ারম্যানের নানা অনিয়ম তুলে ধরেন। এসময় তারা বলেন, চেয়ারম্যান রনজু মেম্বারদের সাথে কোন প্রকার আলোচনা না করে একাই সকল সিদ্ধান্ত নেন। টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দরিদ্রদের না দিয়ে আত্মীয়করণ করে স্বচ্ছলদের প্রদান, জন্মনিবন্ধনে সরকারী নিয়ম না মেনে কমপক্ষে ২০০ টাকা করে গ্রহণ, ওয়ারিশান সনদে দু’শ টাকা গ্রহণ, গ্রাম আদালতে বিচার না করে বিভিন্ন স্থানে শালিশ করে অবৈধভাবে টাকা গ্রহণ, ভিজিডি ও ভিজিএফ কার্ডে স্বেচ্ছারিতাসহ নানা দূর্ণীতি করেন। প্রতিবাদ করলে তা কর্ণপাত না করে সদস্যদের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। ফলে তারা ১০জন সদস্য বিভিন্ন দপ্তরে আবেদনসহ সংবাদ সম্মেলন করে এর প্রতিকার দাবি করেন। তবে চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু’র দাবি, তিনি ভিন্ন মতের রাজনীতি করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি রাজনীতির শিকার, এসব অভিযোগ ভিত্তিহীন মিথ্যা। এদিকে, কয়েকটি আশ্রয়ন প্রকল্পে গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের বেশিরভাগ ঘরে তালা ঝুলতে দেখা যায় যাতে কেউ বাস করেন না, স্বচ্ছল হওয়ায় তারা অন্যত্র বাস করেন বলে স্থানীয় বঞ্চিতরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!