1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

শিবগঞ্জে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

শিবগঞ্জে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

জেলার শিবগঞ্জ উপজেলার কনফারেন্স রুমে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, মসজিদের ইমাম, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকগণ সহ বিশিষ্টজনেরা। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। তিনি আরও বলেন, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এর ফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!