হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। বৃহস্পতিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল আলীম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পেশকার তাজুল ইসলাম। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় প্রকাশিত তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ তোলেন স্থানীয় ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন। পরে তিনি বাদী হয়ে মানহানির মামলা করেন। মামলাটি ১০ বছর ধরে আইনি মোকাবিলা করেন বিএনপিপন্থি আইনজীবীরা। আইনজীবী নুরুল ইসলাম বলেন, “মামলার তথ্য-উপাত্ত সঠিক ছিল না। যে কারণে আইনি মোকাবিলার মাধ্যমে রায় আমাদের পক্ষে এসেছে। তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য ছাত্রলীগের ওই নেতা মিথ্যা অভিযোগে মামলাটি করেছিলেন। পেশকার তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বাদী আদালতে উপস্থিত হচ্ছেন না। প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করেননি। সেজন্য ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় বিচারক মামলাটি খারিজ করে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।