1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
জড়িতদের গ্রেপ্তারের দাবি- ‘চাঁপাই চিত্র’ অফিসে ককটেল হামলার ঘটনায় স্মারকলিপি প্রদান - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়- স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে-সংস্কারে সময় দরকার-হারুনুর রশীদ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু-হাসপাতালে ভর্তি ২৯৯ ৬ দিন পর সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক কোথাও ইন্টারনেট বন্ধ করা হয়নি: উপদেষ্টা নাহিদ নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা দুলু নাটোরের বাগাতিপাড়ায় এবছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ হলেন যাঁরা কানসাট ক্লাবে সভাপতি শহিদ-সাধারণ সম্পাদক সারোয়ার নিয়ামতপুরে ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতে নিহত ৪ জন পুনর্গঠনের পর রামেবির সমন্বয়ক পরিষদ ঘোষণা

জড়িতদের গ্রেপ্তারের দাবি- ‘চাঁপাই চিত্র’ অফিসে ককটেল হামলার ঘটনায় স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

জড়িতদের গ্রেপ্তারের দাবি
‘চাঁপাই চিত্র’ অফিসে ককটেল হামলার ঘটনায় স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ কার্যালয়ে ককটলে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম-পিপিএম’র হাতে একটি স্মারকলিপি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সহ-সভাপতি নাসিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন দিলু ও সাধারণ সদস্য আসাদুল্লাহ। স্মারকলিপিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন সম্পাদিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ কার্যালয়ে গত ২৯ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর মডেল থানায় ৩১ অক্টোবর মামলা করা হলেও দৃশ্যমান কোন অগতি হয়নি। পুলিশ এখনো হামলার ঘটনার জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। এর আগে ২৭ অক্টোবর রাতে চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক কামাল উদ্দীনকে মোবাইল ফোনে হুমকি দেয় চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি মেসবাহুল হক টুটুল। এ ব্যাপারেও সদর মডেল থানায় সাধারণ ডাইরি করা হয়। সাধারণ ডায়েরি তদন্তেরও অগ্রগতি নেই। বিষয়টি আমাদের রীতিমত হতাশ করেছে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, মুক্ত সাংবাদিকতার চর্চায় এমন ঘটনা প্রতিবন্ধক। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতরা চিহ্নত না হওয়া, আপনার বাহিনীর জন্য কিছুটা বিব্রতকরও বটে। আমরা মনে করি, পুলিশের চেষ্টায় অপরাধীরা দ্রুতই গ্রেপ্তার হবে। আপনার পুলিশ সদস্যরা যেমন দিনরাত ধরে অপরাধীদের আইনের আওতায় আনার কাজটি করেন, তেমনি সংবাদকর্মীরাও তাদের বিভিন্ন লেখনিতে তুলে আনেন আপরাধীদের নানান বিষয়। যার মাধ্যমে পুলিশকে সহায়তা করা হয়। আবার অনেক ক্ষেত্রেও পুলিশও সংবাদকর্মীদের পাশে থেকে মাঠে ঘাটে নানামুখী তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছেন। আমাদের প্রত্যাশা পেশাগত দিক থেকে সেই সম্পর্ক বজায় থাকবে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করেন এবং পত্রিকা অফিসে ককটেল হামলায় জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!