জেলায় ১৫৬টি পূজামন্ডপে প্রতিমা
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, সেনাবাহিনীর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, জেলা তথ্য অফিসার আবদুল আহাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী পলাশ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ব্রাক্ষ্রন সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য, নাচোল পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী, শিবগঞ্জ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, গোমস্তাপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি সোচিন বর্মণ, ভোলাহাট পুজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, বাইশ পুতুল মন্দিরের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি পাল ও গার্ল গাইড এসোসিয়েশনের জেলা শাখার কমিশনার গৌরী চন্দ সিতু। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, এবার প্রতিটি দূর্গাপূজা মন্ডপ এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সুষ্ঠ এবং আনন্দঘন পরিবেশে পূজার আয়োজন করা হবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি পূজামন্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আর প্রতিটি মন্ডপে সু-সজ্জি¦ত স্বেচ্ছাসেবক দল এবং আনসার সদস্যরা সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে। এজন্য আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা চান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপের নেতৃবৃন্দ, পুরহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার ৫টি উপজেলার ১৫৬ টি পূজামন্ডপে এবার প্রতিমা শোভা পাবে।
এ জাতীয় আরো খবর..