চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগে বলা হয়, উপজেলার মোবারকপুর ইউপির ৫নং ওয়ার্ড সদস্য সবুজ আলী সুজন বিধবা ভাতার কার্ড করে দেয়ার কথা বলে একই ওয়ার্ডের মানারুল ও হান্নানের কাছে ৪ হাজার করে ৮ হাজার টাকা নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তিনি কার্ড বা টাকাও ফেরত দিচ্ছেন না। টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করছেন। পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী মানারুল ইসলাম বলেন, আমার মা রুবেদা বেগমের নামে বিধবা ভাতার কার্ড করে দেয়ার কথা বলে অফিস খরচ বাবদ ৪ হাজার টাকা নিয়েছেন মেম্বার সবুজ। পাঁচ বছর পার হলেও এখন পর্যন্ত কোন কার্ড করে দেননি। এমনকি টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে হুমকি দিচ্ছেন। অপর ভুক্তভোগী আবদুল হান্নান বলেন, মা মুসলিমা বেগমকে স্বামী পরিত্যক্তার বই করে দিবেন বলে ৪ হাজার টাকা নিয়েছে মেম্বার। দীর্ঘদনি পার হলেও কোন কাজ করে দেয়নি বরং টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন রকমের হুমকি এবং রাজনৈতিক মামলা দেয়ারও হুমকি দিয়েছেন। এ বিষয়ে ইউপি সদস্য সুজন আলী সবুজ অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, আমার কাছে তারা কোন টাকা পাবে না। আমি তাদের কাছে কোন টাকা নেয়নি। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বলেন, ইউপি সদস্যের অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে দুটি অভিযোগ পেয়েছেন। অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।