1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নাটোরে সাবেক ডিসি, এসপি ও এমপিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার’র সৌজন্য সাক্ষাৎ সাবেক দুই আইজিপির বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা কবি-সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও বিচারের আওতায় আসবে-উপদেষ্টা নাহিদ ইসলাম চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন এবছর জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ র‌্যাবের অভিযানে ২ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ী আটক স্ত্রী’র চেক দিয়ে স্বামী’র বিভিন্ন স্থানে জালিয়াতি ॥ আদালতে ২৩টি চেক বাতিল ঠাকুরগাঁও সীমান্তে গরুর বদলে মানবপাচারে সক্রিয় চোরাকারবারি চক্র পিলখানায় হত্যাকান্ড, সদস্যদের পুনঃবহাল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোরে সাবেক ডিসি, এসপি ও এমপিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাজেদুর রহমান-নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

নাটোরে সাবেক ডিসি, এসপি ও এমপিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নাটোরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফরহাদ হাওলাদারের মা মোছাঃ ফাতেমা বেগম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলার জন্য এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুপুরে আমার ছেলে মো. ফরহাদ হাওলাদারসহ অন্যান্য শিক্ষার্থীরা শহরের মাদ্রাসা মোড়ে অবস্থান করে। এসময় হঠাৎ ১ ও ৩নং আসামিদের নির্দেশে ৩১ ও ৩৩নং আসামিসহ অজ্ঞাত হেলমেট পরিহিত ২০/২৫ জন পুলিশ সদস্য এবং সাদা পোশাক পরিহিত ৪০/৫০ জন আসামিরা তাদের ওপর আক্রমন করে। এসময় আমার ছেলেসহ অন্যান্য শিক্ষার্থীরা জীবন বাঁচানোর জন্য ছুটাছুটি ও দৌড় দেয়। তখন আমার ছেলে মো. ফরহাদ মাদরাসা মোড়ে ওয়ালটন শো-রুমের উপরে উঠে। আসামিরা সেখানে গিয়ে আমার ছেলেকে ধরে এলোপাথারি মারধর করে। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে বুকে গুলি করলে ডান হাতে লেগে মাংস ছিড়ে গুলি বেরিয়ে যায়। এতে রক্তাত্ত জখম হয়ে আমার ছেলে পড়ে গেলে তারা ফেলে চলে যায়। আমার ছেলেকে দ্রুত তার বন্ধুরা উদ্ধার করে নাটোর ট্রমা সেন্টার ও হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে গত ৪ সেপ্টেম্বর নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক বলে এহাজারে উল্লেখ করা হয়। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত করে মামলা রের্কড করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!