1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
জেলায় মুকুল কম বড় গাছে ॥ ছোট বাগানের চাহিদা ব্যবসায়ীদের - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আত্মত্যাগের মুল্য দিতে হবে- সকলের সহযোগিতায় দূর্ণীতি-অনিয়ম দূর করে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই-জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান হেরোইন ও ১টি ওয়ানশুটার গান উদ্ধার জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয় ॥ শুধু কাগজ-কলমে নয়-স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে গুম হওয়া আরিফ কে ফিরে পেতে এলকাবাসীর মানববন্ধন আগস্ট মাসে ৪৬৭ সড়ক দুর্ঘটনা ॥ ৪৭৬ জনের মৃত্যু পোরশায় ১৬ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলাহাটে প্রণোদনার মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ নওগাঁর পোরশায় নতুন ওসি’র যোগদান এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে যা জানা গেল চৌহালীতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জেলায় মুকুল কম বড় গাছে ॥ ছোট বাগানের চাহিদা ব্যবসায়ীদের

♦ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২২৫ বার পঠিত
Exif_JPEG_420

জেলায় মুকুল কম বড় গাছে ॥ ছোট বাগানের চাহিদা ব্যবসায়ীদের

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবছর ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমগাছ চাষাবাদ হচ্ছে। এবারে মৌসুমে বড় গাছ গুলোতে পর্যাপ্ত মুকুল আসেনি। ফলে পুরনো আম বাগান বিক্রি নিয়ে হতাশায় ভুগছেন ব্যবসায়ীদের। তবে একেবারেই উল্টো চিত্র ছোট গাছের বাগান গুলোতে। এসব বাগানে মুকুল ফুটে আমের গুটিও বের হয়েছে অধিকাংশ গাছে। আম গবেষকরা বলছেন, পুরনো গাছে বয়স বেশি হওয়ায়, উৎপাদন সক্ষমতা হারিয়েছে বাগানগুলো। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাগঞ্জের আমবাগান গুলোর মধ্যে তিন চতুর্থাংশ জমিতে পুরনো গাছ রয়েছে। গত ১০ বছরে জেলায় ৮৫ হাজার ৫৯১ বিঘা জমির আম বাগান বেড়েছে। এর অধিকাংশই নাবি জাতের আম বাগান। এবারের আমের মৌসুমে সেই সব গাছের উপরই নির্ভর করবে আমের সার্বিক উৎপাদনের পরিমান। তবে পুরাতন গাছ গুলোতে পর্যাপ্ত মুকুল না আসায় উৎপাদনের লক্ষমাত্রা ব্যহত হওয়ার শঙ্কা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি আম বাগানে গাছে ভাইরাস নাশক কিটনাষক দিচ্ছিলেন শ্রমিকরা। পুরনো আম গাছের দিকে তাকিয়ে ওই বাগান মালিক সেরাজুল বিড়বিড় করে বলছিলেন, বড় গাছেতো মুকুল এলোনা, আর এখন মুকুলও আসবেনা, এবার বাগানটা বিক্রি করতে ভোগান্তি পোহাতে হবে। তিনি প্রতিবেদককে জানান, এবারের আমের মৌসুমে পুরনো আমের গাছ গুলোতে মুকুল নাই বললেই চলে। মুকুলের পরিবর্তে গাছ গুলোর ডগায় কচি পাতা এসেছে। এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নেই। পুরনো গাছের আম বাগান গুলোতে মুকুল না আসায় বিপাকে পড়েছেন মালিকরা। আম বাগানি ফয়সাল আহমেদ জানান, এবারের মৌসুমে পুরনো আম গাছে মুকুল কম হয়েছে। তাই কোন আম বাগান ক্রেতারা বড় আম বাগানগুলো কিনছেন না। তবে ছোট বাগান কেনার দিকে ঝোঁক দিয়েছেন বাগানা ক্রেতারা। এ বছর ছোট গাছের বাগানগুলো থেকেই আমের ফলন বেশি হবে। এ দিকে পুরনো সরকারি বাগান গুলোও এ বছর এখনও লিজ দেয়া যায়নি। জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিমল কুমার প্রামানিক জানান, হর্টিকালচার সেন্টারের বাগানে বিভিন্ন জাতের ৩০০টি পুরানা আম গাছ রয়েছে। এ বাগানটি গত বছর আমের মৌসুমে প্রায় ১৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার আমের গাছ গুলোতে মুকুল না আসায় প্রকৃত ক্রেতা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত এ বাগানটির দাম উঠেছে মাত্র ৬ লাখ টাকা। তিনি আরও বলেন, ছোট গাছের বাগান গুলোতে মুকুল বেশি আশায় আমের ফলন ভালো হবে। যা আম উৎপাদন হবে, সেগুলো ছোট গাছের বাগান গুলো থেকেই হবে। এবার পুরনো আমগাছ গুলোতে মুকুল কম। ফলে আম উৎপাদনের লক্ষমাত্রা ব্যহত হওয়ার শঙ্কা রয়েছে। আম গবেষণা কেন্দ্রের ভেতরে বাগানে গিয়ে দেখা যায়। পুরানা গাছে একে বারেই দেখা মুকুল নেই। ডগায় ডগায় বের হয়ে নতুন পাতা। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গাছের যে উৎপাদনের শক্তি ক্ষয় হয়ে গেছে। ফলে পুরনো আমের গাছগুলোতে মুকুল কম হয়েছে। কিন্তু ১০ থেকে ১২ বছরসহ নাবি জাতের আম গাছ গুলোতে মুকুলে ছেয়ে গেছে। এবার যেসব আম উৎপাদন হবে, ছোট গাছের বাগান থেকে উৎপাদন হবে। জেলায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনা রয়েছে।

La medicina para la esclerosis múltiple Gilenya o 300 mg, tabletas de zidovudina de https://precision-parafarmacia.com/ 300 mg tabletas y alimentos para mejorar potencia sexual. Además, permiten que una pareja se descubra o el problema surge cuando se combinan estos dos fármacos y ayuda a mejorar la función digestiva.

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!