চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হুইসেল ব্লোয়ার অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে মঙ্গলবার উপজেলার বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্টারমাইন্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাকিল রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার হারুন আর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আস্থা প্রকল্পের সমন্বয়ক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার সোহেল রানা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিক আব্দুর রহমান মানিক, একেএম জিলানী, শহিদুল ইসলাম প্রমূখ। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করা, সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখা,সোস্যাল মিডিয়ায় সঠিক তথ্য শেয়ার করা, বেকারত্ব দূর করা, অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা, সামাজিক কাজগুলো বাস্তবায়ন করা, কারও দ্বারস্থ না হয়ে নিজের পায়ে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও সঠিক কাজ করতে যুব উন্নয়ন কমিটির সদস্যদের আহ্বান জানান অতিথিবৃন্দ।