কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে তাহমিনা আক্তার নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু তাহমিনা আক্তার সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে। সে ডাঙ্গরপাড়া ফোরকানিয়া মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। আটককৃতরা হলেন- শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার বাসিন্দা আলি আকবরের ছেলে আক্তার কামাল ও মাঝের ডিল এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে নুর হাফেজ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। ১১ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়। পরে বস্তাটি খুলতেই পাওয়া যায় নিখোঁজ শিশু তাহমিনার লাশ। এরপর বিষয়টি থানায় অবিহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত শিশুর পরিবারের দাবি, নিহত শিশুটির মা-বাবার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তারপরও কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, তারা তা কিছুই বুঝে উঠতে পারছেন না। ধারণা করা হচ্ছে, শিশুর কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, শিশুটির মুখের বাঁ পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।